জাতীয়
ঢাকা ছাড়লেন মোদি
ঢাকা, ৭ জুন ( ডেইলি টাইমস্২৪) :
শনিবার সকাল থেকে রোববার রাত, ৩৬ ঘণ্টার ঐতিহাসিক ঢাকা সফর শেষ করে দিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার রাত পৌনে ৯টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এরআগে তিনি ছিলেন ঢাকা সফরের শেষ অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। সেখান থেকে সরাসরি তিনি আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দরে মোদিকে গার্ড অব অনার দেয়া হয়। বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এ সফরে গুরুত্বপূর্ণ ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।