হাঁটুর ব্যথা নিয়ে সিএমএইচে এরশাদ
ঢাকা, ১০ জুন ( ডেইলি টাইমস্২৪) :
হাঁটুতে ব্যথা অনুভব করায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তার এ হঠাৎ অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে পূর্ব নির্ধারিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন। আজ বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর হাঁটুতে ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে যান। ডাক্তার প্রাথমিক পরীক্ষার পর স্যারকে হাসপাতালে ভর্তি হতে বলেন। এখন তিনি সিএমএইচে ভর্তি আছেন।
কোনো দুর্ঘটনায় হাঁটুতে ব্যথা পেয়েছেন নাকি পূর্ব থেকে হাঁটুতে ব্যথা ছিল জানতে চাইলে তিনি বলেন, হাঁটুতে একটু ব্যথা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সুনামগঞ্জের পূর্ব নির্ধারিত সম্মেলন স্থগিত করা হয়েছে বলেও জানান সুনীল শুভ রায়।