কোন সাংবাদিকের কলমকে ছাত্রলীগ ভয় করেনা – নাজমুল
ঢাকা,১১ই জুন (ডেইলি টাইমস ২৪) :
সাংবাদিকদের রক্তচক্ষুকে ছাত্রলীগ ভয় করেনা বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
তিনি বলেন, ‘কোন সাংবাদিকের কলমকে ভয় করেনা ছাত্রলীগ। ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে আরেকবার ভাবুন। সাপের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না।’
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন সিদ্দিকী নাজমুল আলম।
এ সময় তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের আসন্ন কাউন্সিলকে সামনে রেখে গণমাধ্যমের কিছু লোক ছাত্রলীগের সমালোচনায় লিপ্ত রয়েছেন। সাংবাদিকরা ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাসিম সিন্ডিকেট ও বাহাদুর বেপারী-মাহমুদুল হাসান রিপন সিন্ডিকেটের যে কথা বলছে তা সম্পূর্ণ ভুয়া।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের একমাত্র সিন্ডিকেট শেখ হাসিনা সিন্ডিকেট। এছাড়া আর কোনো সিন্ডিকেট নেই।’
সাম্প্রতিক সময়ে ছাত্রলীগে সিন্ডিকেটের প্রভাব নিয়ে চলমান বিতর্কের জের ধরে সাংবাদিকদের প্রতি এই ক্ষোভ প্রকাশ করেন সিদ্দিকী নাজমুল।
বলা হয় যে, সাবেক ছাত্রনেতারা তাদের নিজ পক্ষের লোকজনকে নেতা বানাতে বড় ভূমিকা রাখেন।