বিনোদন
ঈদের টেলিছবিতে সত্তর দশকের মেয়ের চরিত্রে ডিজে সনিকা
বিনোদন ডেস্ক: ঈদের একটি টেলিছবিতে নতুন প্রজন্মের তারকা ডিজে সনিকাকে দেখে চমকে যাবেন যে কেউ। কারণ সাধারণত পশ্চিমা বেশভূষায় দেখা গেলেও সনিকাকে এই টেলিছবিতে দেখা যাবে সত্তর দশকের মেয়ের চরিত্রে। নাম ‘হৃদমাঝারে রাখিব’। পরিচালনায় মাতিয়া বানু শুকু। সনিকা বলেন, ‘আমাকে এভাবে কেউই দেখেনি। কারণ ডিজে হিসেবে পাশ্চাত্যকেই বেশি উপস্থাপন করি। আশার কথা হলো, সবাই আমার এই নতুন রূপের প্রশংসা করছেন।’ এখানে সনিকার সহশিল্পী শম্পা রেজা, শ্যামল মাওলা, হিন্দোল রয়, শামা প্রমুখ। এটি আসন্ন রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে।