বিচ্ছেদের পর ফের সরব সুজানা
এ নাটক ছাড়াও ঈদ উপলক্ষে ‘এক দুপুরের ভালবাসা’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। ঈদের ব্যস্ততা প্রসঙ্গে সুজানা বলেন, আমি বরাবরই ভিন্নধর্মী নাটকে নিয়মিত কাজ করতে চাই। আর ঈদের এই নাটকগুলোর গল্প আমার কাছে ভাল লেগেছে। এ পর্যন্ত কয়েকটি নাটকের কাজ শেষ করলাম। সামনে আরও কিছু হাতে রয়েছে। তবে বেছে বেছে ভাল গল্পের নাটকেই অভিনয় করছি।
ঈদে দর্শকের জন্য বিশেষ কিছু উপহার দেয়ার ব্যাপারে আমি দারুণ আশাবাদী। খণ্ডনাটকের পাশাপাশি ধারাবাহিকেও বেশ ব্যস্ত সুজানা। ‘অপূর্বা’, ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিক নাটকগুলোর শুটিংও নিয়মিত করছেন বলে জানান তিনি। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও এখন নিয়মিত সুজানা। এ বছরই তিনি দীর্ঘদিন পর টানা দুই বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেলিংয়ে ফিরেছেন।
এ প্রসঙ্গে সুজানা বলেন, অনেক দিন পর বিজ্ঞাপনে কাজ করেছি। আসলে বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে খুব সচেতনতা অবলম্বন করি। ভাল পণ্য ও নির্মাতা ছাড়া এ জায়গাটিতে কাজ করা হয়ে ওঠে না। আমি চাই, যে কাজটি করবো সেটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়।