আমাকে ভারত ও হিন্দু বিরোধী হিসাবে প্রচার করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : খালেদা জিয়া
ডেইলি টাইমস ২৪:
আমাকে ও বিএনপিকে ভারতবিরোধী, হিন্দুবিরোধী হিসাবে প্রচার করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ বিষয়ে প্রপাগান্ডা করার জন্য একটি সু-সংগঠিত তেলবাজ চক্র(ওয়েল-অয়েলড প্রপাগান্ডা মেশিনারি) ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
ভারতীয় সাংবাদিকের নেয়া খালেদার সাক্ষাৎকারটি শীর্ষ নিউজের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল:
প্রশ্ন: বেগম জিয়া, ঢাকায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে কেন দেখা করলেন না, সে বিষয়ে আপনি আপনার ব্যাখ্যা দিলেন। কিন্তু বহির্বিশ্বে এটা তো আপনার আরেকটা ভারতবিরোধী অবস্থান …….
খালেদা জিয়া : আমি ভারতবিরোধী হব কেন? দেখেন, এইটাই আমি আপনাকে বলার চেষ্টা করছি। আমাকে ভারতবিরোধী ও হিন্দুবিরোধী হিসেবে প্রচার করার জন্য ক্ষমতাসীন সরকার(আওয়ামী লীগ) পরিকল্পিতভাবে প্রপাগান্ডা(বিশেষ উদ্দেশ্যে প্রচার) করছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আমরা সর্ব-সম্মতভাবে স্বীকার করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের লক্ষ্য ছিল ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করা। এটা তাদের দ্বারাই সম্ভব, আমাকে কৌশলে ভারতবিরোধী হিসাবে সবার সামনে তুলে ধরা। বিএনপি ও আমাকে ভারতবিরোধী হিসাবে সবার সামনে চিহ্নিত করতে প্রপাগান্ডা করার জন্য একটি সু-সংগঠিত তেলবাজ চক্র(ওয়েল-অয়েলড প্রপাগান্ডা মেশিনারি) ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানান খালেদা জিয়া।