নেটে জনপ্রিয় ট্রেন্ড ‘বেলি বাটন চ্যালেঞ্জ’
টেক ডেস্ক॥ ১৫জুন ( ডেইলি টাইমস্২৪):
আপনার একটি হাত পিঠের পেছন দিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে নাভি স্পর্শ করতে পারবেন? খুব কঠিন তাই না? এই কঠিন কাজটি সমাধান করতে গেলে শরীর একটু নমনীয় থাকতে হবে। হঠাৎ এই পরীক্ষা কেন? কারণ এই পরীক্ষাটিই এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
শরীর ফিট আছে কি না বা শরীরের ফিটনেস ঠিক থাকার পরীক্ষা হিসেবে হ্যাসট্যাগ বেলিবাটন চ্যালেঞ্জ এখন অনলাইনে জনপ্রিয় হয়েছে। অবশ্য এই পরীক্ষায় যে পাস করলে তবেই ফিট থাকবে সে বিষয়টি নিয়ে চিন্তা না করলেও চলবে। কারণ চিকিৎসা শাস্ত্রে এই পরীক্ষার কোনো ভিত্তি নেই। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
চীনের সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে এই পরীক্ষাটি প্রথম চালু হয়। এরপর হাজারো মানুষ হাতের ফিটনেস দেখানোর জন্য হাত ঘুরিয়ে নাভি স্পর্শ করার সেলফি পোস্ট করেন।
অবশ্য, শরীর প্রদর্শনের এই সেলফি পোস্ট নিয়ে অনেকে উৎকণ্ঠাও প্রকাশ করেছেন।
[button id=”” class=”btn” type=”primary” target=”” href=”#” tag=”span”]link[/button]