সুপারস্টার রজনীকান্তের স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ !
বিনোদন ডেস্ক: ১৬ জুন ( ডেইলি টাইমস্২৪):
১৪ কোটি টাকার জালিয়াতি সহ মিথ্যা প্রতিশ্রুতির ও মিথ্যা সাক্ষ্য দেওয়া অভিযোগ উঠল এবার দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তের বিরুদ্ধে। ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘কোচাদাইয়ান’-এর সত্ত্ব নিয়ে, সম্প্রতি বাঙ্গালুরু পুলিশ স্টেশনে লতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ব্যক্তি। তবে শুধু লতা নয় আরও তিনজনের নামে দায়ের করা হয়েছে অভিযোগ। ওই ব্যক্তির অভিযোগ, “প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে।
তাঁর দাবি ‘কোচাদেইয়া’ ছবির পোস্ট প্রোডাকশনের সময় ‘মিডিয়াওয়ান গ্লোবাল এন্টারটেইনমেন্টকে’ ১৪ কোটি টাকা দিয়েছিলেন তিনি। আর তাঁর গারান্টার ছিলেন লতা রাজনীকান্ত। কিন্তু ছবিটি হিট করার পরেও কোনও টাকা পাননি তিনি”। যদিও ‘মিডিয়াওয়ান গ্লোবাল এন্টারটেইনমেন্টকে’-এর মুখ্যসচিব জানিয়েছেন, “১৪ নয় ১০ কোটি টাকা নেওয়া হয়েছিল। ইতিমধ্যে ৯ কোটি টাকা শোধ করেও দেওয়া হয়েছে”। ‘কোচাদাইয়ান’ ছবির পরিচালক রজনীকান্তের মেয়ে সৌন্দরী রজনীকান্ত। যেখানে অভিনয় করেছেন রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোন। সূত্র: কলকাতা।