ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকায় যানজট
ডেইলি টাইমস ২৪:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল দশটায় যানজট মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট বিস্তার করেছে। রমজানের প্রথম দিনে তীব্র যানজট হওয়ায় রোজাদারদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। মির্জাপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার ও রমজান উপলক্ষে মানুষ ঘরমুখো ছিল। একারণে গতকাল বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তাছাড়া মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিংয়ে বৃষ্টির কারণে বড় আকারের গর্তের সৃষ্টি হওয়াতে ওই স্থান দিয়ে চলাচলকারী যানবাহনের গতি কমে যায়। এসব কারণে রাত দশটার পর থেকে যানজট লাগে। এক পর্যায়ে রাতে তা টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত বিস্তৃত হয়। । পুলিশ যানজট নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
[icon name=”*”]