সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অফিশিয়াল পেইজ থেকে বাংলাদেশকে কটাক্ষ করছে বলে মনে হয়, এমন এক স্ট্যাটাস দিয়ে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
বিনোদন ডেস্ক, ডেইলি টাইমস্২৪: বাংলাদেশিদের তীব্র প্রতিবাদের মুখে স্ট্যাটাসটি মুছে তো দিয়েছেনই, সেই সঙ্গে ক্ষমাও চেয়েছেন।
ফেইসবুকে বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ লেখেন, “আজকের সকালের পোস্টটায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি দুঃখিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে কিছুটা সময় লেগেছিল যে, কিসের ভিত্তিতে এই প্রতিক্রিয়া।”
আগের স্ট্যাটাসটি তার নিজস্ব বক্তব্য নয় বরং তার অভিনীত এক সিনেমার সংলাপ বলে উল্লেখ করেন প্রসেনজিৎ। ক্ষমা চেয়ে তিনি লেখেন, “সংলাপটি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে, যেখানে ছবির খলনায়কের সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোন দেশ, জাতিকে ছোট করে দেখানোর কোনই উদ্দেশ্য ছিল না। ”
“বাংলাদেশের মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি। তাদের ভালবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এরকম কোন বিরুপ মন্তব্য করার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যাথিত। অজান্তে কোন ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী।”
এর আগে বৃহস্পতিবার সকালের স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, “বাঘ আছে অনেক রকম। বেড়ালকে বাঘ ভেবে ভুল করো না।”

প্রসেনজিৎ-এর এই স্ট্যাটাসে বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করা হয়েছে বলেই ধরে নেন অনেক ফেইসবুক ব্যবহারকারী। এই স্ট্যাটাস পোস্ট করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ভক্তরা মন্তব্যে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।পরবর্তীতে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিলেও, অনেকেই মেনে নিতে পারেননি তার এই বক্তব্য। বাংলাদেশিরা তো বটেই, অনেক ভারতীয়ও সমালোচনা করেছেন প্রসেনজিৎ এর এই স্ট্যাটাসের।
মঞ্জু ব্যানার্জী নামের পশ্চিমবঙ্গের এক অধিবাসীই মন্তব্যে লিখেছেন, “যেটুকু বুঝলাম, প্রসেনজিৎবাবু পোস্টটা করে খুব ভুল করেছেন। সামনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলা। এই সময়ে এমন পোস্ট একটি দেশ বিরোধী বলে মনে হওয়াটাই স্বাভাবিক। তার ওপর এমন একটি দেশ, যার সাথে আমাদের ভাষার, প্রাণের এবং আত্মীয়তার সম্পর্ক। এমন পোস্ট করার আগে আপনার একটু বিচার বুদ্ধি ব্যবহার করা উচিৎ ছিল। বাঙ্গালি হিসেবে আমরা লজ্জিত। ভারতীয় হিসেবে আমার বাংলাদেশি প্রতিবেশির কাছে ক্ষমাপ্রার্থী।”
ইংল্যান্ডকে হারিয়ে পুল এ থেকে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল এর মধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। নকআউট পর্বে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।
[icon name=”*”]