আমদানি করা গম খাওয়ার অনুপযোগী নয় : খাদ্যমন্ত্রী
গম নিয়ে যত কথা হচ্ছে তার সবই শূণ্যের ওপর বলে দাবি করেন খাদ্যমন্ত্রী। সঠিক পরীক্ষা ছাড়া কেউ এ বিষয়ে কোন কথা বলতে পারে না বলেও দাবি করেন তিনি।
পুরোপুরি পরীক্ষা করে সিদ্ধান্তে পৌছার আগেই কেউ একজন প্রধানমন্ত্রীর কাছে এ গমের সেম্পল পৌছে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সেম্পল দেখে উষ্মা প্রকাশ করেছেন। আর কেন এমন হলো তা দ্রুত বের করে এর সমাধানের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। এরই প্রেক্ষিতে দেশের ১৫-১৬টি জেলা থেকে নমুনা সংগ্রহ করে আবারও ল্যাবে দেয়া হয়েছে। যার রিপোর্ট আগামী তিনদিনের মধ্যে হাতে পাওয়া যাবে। এরপরই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলা হবে বলে জানান তিনি। তবে ৩০ থেকে ৪০ হাজার মেট্রিক টন গম বিতরণ করা হলেও তা নিয়ে খুব একটা বিতর্কিত কথাবার্তা হয়নি বলে জানান মন্ত্রী। আর কাউকে এ গম জোর করেও দেয়া হয়নি বলে জানান খাদ্যমন্ত্রী।