জাতীয়
গণভবনে এতিম ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
ডেইলি টাইমস ২৪:
প্রতি বছরের মত এবারও এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, আলেম-ওলামা ও দুঃস্থ সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,প্রতি বছরই রমজান মাসে এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।