আন্তর্জাতিক
দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে পিএচডি-র এক ছাত্রীকে গবেষণাগারে জড়িয়ে ধরলেন অধ্যাপক : তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক, ডেইলি টাইমস্২৪: এবার দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে পিএচডি-র এক ছাত্রীকে গবেষণাগারে এক অধ্যাপকের যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় চলছে ভারতজুড়ে। ওই অধ্যাপকের নাম সতীশ কুমার। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ভালসন থাম্পুর কাছে অভিযোগ জানানো হলে তিনি অভিযুক্ত অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেন বলেও অভিযোগ ওই ছাত্রীর৷ শনিবার অভিযুক্ত অধ্যাপক সতীশ কুমারে বিরুদ্ধে দিল্লির তিস হাজারি আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান লিপিবদ্ধ করবেন পিএইচডি-র ওই ছাত্রী৷ ওই ছাত্রী জানান, ল্যাবে গবেষণার সময় একাধিকবার তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন সতীশ৷অশ্লীলভাবে তাঁকে স্পর্শও করেন তিনি৷ গত ডিসেম্বর মাসে ঘটনাটি ঘটে৷ শনিবারই তা প্রকাশ্যে আসে৷ এই ঘটনার পর সতীশ কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অধ্যক্ষের দ্বারস্থ হন ওই ছাত্রীর বাবা-মা৷ কোনও রকম সাহায্য করা তো দূর৷উলটে এই ইস্যু নিয়ে মুখ খুললে পিএইচডি-র কাজ শেষ করতে তাঁর অনেক দেরি হয়ে যাবে বলে ওই ছাত্রীকে হুমকি দেন থাম্পু৷এমনকী পুলিশের কাছে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়ের সংক্রান্ত সেলে যাওয়ার পরামর্শও দেন তিনি৷শনিবার দিল্লির এক পুলিশ অফিসার জানান, ৩৫৪ নম্বর ধারায় অভিযুক্ত অধ্যাপক সতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷
[icon name=”*”]