ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
ভারতকে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে জিতে নিল লাল সবুজের বাংলাদেশ। জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৯ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫১ ও সাব্বির রহমান ২২ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া লিটন দাস ৩৬, সৌম্য সরকার ৩৪ ও মুশফিক করেন ৩১ রান।
২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা আক্রমণাত্মকই ছিল তামিম ইকবাল ও সৌম্য সরকারের। তবে ৩৪ রানেই ভেঙ্গেছে প্রথম জুটি। মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। কুলকার্নির বলে ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তামিম।
তবে শুরুতে তামিমকে হারিয়েও পথ হারায়নি বদলে যাওয়া যাওয়া বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও লিটন দাসের মধ্যকার ৫২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। দলীয় ৮৬ রানে অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।