বিনোদন
‘সেই দৃশ্যে অভিনয় করে স্ত্রীকে অস্বস্তিতে ফেলতে চাই না’
বিনোদন ডেস্ক, ডেইলি টাইমস্২৪: বলিউড সুপার হিরো শহীদ কাপুরের বিয়ে নিয়ে বলিউড পাড়া পুরো সরগরম। তার পাত্রী হচ্ছেন মীরা রাজপুত আগামী ১০ জুলাই। তাদের বিয়ের পিড়িতে বসার কথা রয়েছে। আর এই বিয়েকে সামনে রেখেই ক্যামেরার সামনে এমন কিছু করতে চান না এই অভিনেতা। এতো দিন কাউকে কোন প্রকার আপত্তিকর কোন দৃশ্যে অভিনয়ের জন্য নিষেধ করেননি তিনি। তবে এইবার ছাফ জানিয়ে দিলেন আপত্তিকর কোনা প্রকার দৃশ্যে আর অভিনয় করবেন না এই অভিনেতা।
জানা যায়, অভিনেতা হিসেবে এতোদিন স্বাধীন থাকলেও এই বার আর পরের ঝামেলা ঘরে টেনা আনতে চাননা তিনি। তাই আগামী সব সিনেমার চুক্তিপত্রের সময় আপত্তিকর দৃশ্য না রাখার শর্ত জুড়ে দেবেন শহীদ কাপুর। পর্দায় আপত্তিকর দৃশ্যে অভিনয় করে স্ত্রীকে অস্বস্তিতে ফেলতে চান না ৩৪ বছর বয়সী এই অভিনেতা।
উল্লেখ্য, শহীদ কাপুর বর্তমানে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘রাঙ্গুন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাছাড়া বিয়ের ব্যস্তোতা তো আছেই।
[icon name=”*”]