আরো ১০ মামলায় জামিন লতিফ সিদ্দিকীর
ডেইলি টাইমস্২৪:
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে করা আরো ১০ মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এসব মামলার কার্যক্রম স্থগিত করারও আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।
একই সঙ্গে এসব মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। মামলার বাদী ও সরকারকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
স্থগিত মামলাগুলোর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর ও ঢাকার একটি করে এবং চট্টগ্রামের সাতটি।
তবে একই অভিযোগে আরো পাঁচটি মামলায় গ্রেফতার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না আওয়ামী লীগের সাবেক এই প্রভাবশালী নেতা। এর আগে ঢাকার হাকিম আদালত ও জজ আদালত এসব মামলায় তার জামিন নাকচ করেছিলেন।