খেলাধুলা
স্পোর্টস ডেস্ক, ডেইলি টাইমস্২৪: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ বুধবার। কিন্তু সিরিজের শেষ প্রান্তে এসেও শেষ হচ্ছে না বিশ্বকাপের সেই বিতর্কের রেশ।
স্টার স্পোর্টসের ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের পর এই সিরিজের প্রোমোতে ‘বাচ্চারা আর বাচ্চা নেই’ বিজ্ঞাপনও উত্তেজনা ছড়িয়েছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সাংবাদিকদের কৌতুহল, ভারতের বিপক্ষে রাগ থেকেই কি মাঠে এমন জ্বলে ওঠা বাংলাদেশের ক্রিকেটারদের?
কিন্তু নাসির উড়িয়ে দিলেন এই ভাবনা।
“রাগ কেন থাকবে? রাগ নিয়ে খেলব কেন! ভারতের বিরুদ্ধে রাগ নেই। আমাদের বরং টিভিতে বিজ্ঞাপনগুলো দেখতে ভালোই লাগে। আর আমরা কি লড়াই করব; দেশের মানুষই তো আমারের চেয়ে বেশি লড়াই করে! মানুষের লড়াই দেখতেও খারাপ লাগে না।”
[icon name=”*”]