আইন ও আদালত
রাজধানীতে মধ্য রাতে গুলি করে প্রাইভেটকার ছিনতাই
ডেইলি টাইমস্২৪:
রাজধানীর বিজয় সরণি এলাকায় মঙ্গলবার মধ্য রাতে গুলি করে প্রাইভেটকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুইজন আহত হন।
আহতরা হলেন প্রাইভেটকারচালক আসিফ আব্দুল্লাহ খান (২৫) ও তার বন্ধু সাব্বির আহমেদ বাপ্পী (২৫)। প্রাইভেটকারটি আসিফের নিজের।
আহতরা জানান, রাতে তারা দুইবন্ধু পুরান ঢাকার একটি হোটেলে সেহরি খেয়ে উত্তরায় তাদের বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। রাত ৩টার দিকে তাদের প্রাইভেটকারটি বিজয় সরণি ফ্লাইওভারে পৌঁছলে একটি ট্রাক তাদের গতিরোধ করে। এ সময় ট্রাক থেকে ৪/৫ জন নেমে এসে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে তারা আসিফকে গুলি করে প্রাইভেটকারটি নিয়ে যায়। এ সময় আসিফকে বাপ্পী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।