রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক,১৪ জুলাই(ডেইলি টাইমস ২৪): চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র একটি জয় দরকার ছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডেতে হারে শঙ্কা জেগেছিল টাইগাররা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবে কি না? কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের উড়িয়ে দিয়ে সব শঙ্কা পেছনে ফেলেছে তারা।
২০১৭ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও নিশ্চিত বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ শুধু সিরিজে সমতা ফেরেনি, ওয়ানডেতে তাদের রেটিং পয়েন্টও বেড়েছে। আর কমেছে সফরকারী দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। দক্ষিণ আফ্রিকার ছিল ১১২। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪। আর দক্ষিণ আফ্রিকার ১১১। ৯৪ পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের সপ্তম নম্বর র্যাঙ্কিং পাকাপোক্ত হয়েছে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং : দল রেটিং ১. অস্ট্রেলিয়া ১২৯ ২. ভারত ১১৫ ৩. নিউজিল্যান্ড ১১২ ৪. দক্ষিণ আফ্রিকা ১১১ ৫. শ্রীলংকা ১০৪ ৬. ইংল্যান্ড ৯৮ ৭. বাংলাদেশ ৯৪ ৮. পাকিস্তান ৮৯ ৯. ওয়েস্ট ইন্ডিজ ৮৮ ১০. আয়ারল্যান্ড ৫০ ১১. জিম্বাবুয়ে ৪৪ ১২. আফগানিস্তান ৪১
-আ/বি , ডেইলি টাইমস ২৪