মিয়ানমারের ‘অপহৃত’ ২ সেনা উদ্ধারের দাবি বিজিবির
ঢাকা, ১৫ জুলাই(ডেইলি টাইমস ২৪):
বান্দরবানের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর দুই ‘অপহৃত’ সদস্যকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা খবরের সত্যতা নিশ্চত করে জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘গত ৫ থেকে ১৪ জুলাই টানা অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি মিয়ানমারের দুই অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করেছে।’
তবে তারা কোথা থেকে কবে অপহৃত হয়েছিল, কারা তাদের অপহরণ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
বিজিবি প্রধান বলেন, ‘তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিগগিরই তাদের হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে আবদুর রাজ্জাক নামে বিজিবির এক নায়েককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এ সময় তাদের গুলিতে এক বিজিবি সদস্য আহত হন।
দীর্ঘ এক সপ্তাহ নানা টালবাহানার পর গত ২৬ জুন নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনে বিজিবি।
ঢাকা, ১৪ জুলাই(ডেইলি টাইমস ২৪),বা/খ: