খেলাধুলা
আইসিসির স্বীকৃতি, অস্ট্রেলিয়া-বাংলাদেশ একই কাতারে
স্পোর্টস ডেস্ক,১৭ জুলাই(ডেইলি টাইমস ২৪): বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ পুরো দলটিই রেকর্ডের জোয়ারে ভাসছে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করে বিশ্বকাপ খেলতে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা দলটি আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে একই কাতারে দাঁড়িয়েছে।
আইসিসির হিসাব মতে টাইগাররা গত ২০১৪ সালের নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জয় পেয়েছে ১৫টি। জয়ের দিক বিবেচনা করলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এখন একই কাতারে। অপরদিকে অস্ট্রেলিয়াও জয় পেয়েছে ১৫টি ম্যাচ। তবে অজিরা ম্যাচ খেলেছে ১৮টি।
তালিকায় ৩য় স্থানে রয়েছে ভারত তারা ১৬টি জয় পেলেও ম্যাচ খেলেছে ২৩টি। ৪র্থ স্থানে থাকা নিউজিল্যান্ড জয় পেয়েছে ১৯টি ম্যাচ, তবে ব্ল্যাককেপরা ম্যাচ খেলেছে ২৮টি।
আইসিসি প্রকাশিত ম্যাচ জয়ের নতুন এই তালিকায় অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। এরপরেই বাংলাদেশের অবস্থান। তবে অস্ট্রেলিয়া যদি কোন দলের সাথে তিনটি ম্যাচ হেরে যায়, তাহলে টাইগাররা এক নম্বরে উঠে যেতে পারে।
-আ/বি/আ , ডেইলি টাইমস ২৪