জাতীয়
মধ্যবাড্ডায় টিনশেড বাড়িতে আগুন
ঢাকা, ২০জুলাই(ডেইলি টাইমস ২৪): রাজধানীর মধ্যবাড্ডায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। সোনালী ব্যাংকের মধ্যবাড্ডা শাখার পেছনের ওই বাড়িতে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুন লাগে। একটি ক্ষুদ্র দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক শাহজাদী সুলতানা জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
-আ/বি/আ , ডেইলি টাইমস ২৪