খেলাধুলা
মধ্যাহ্ন বিরতির পূর্বে দক্ষিন আফ্রিকা
স্পোর্টস ডেস্ক,২১জুলাই(ডেইলি টাইমস ২৪): বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে মধ্যাহ্ন বিরতি চলছে। বিরতির আগে ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৪ রান। ক্রিজে ছিলেন ডু প্লেসিস ও এলগার।
এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হয়।
৫৮ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হয়। ভ্যান জিলকে ফেরত পাঠান মাহমুদউল্লাহ। ৪৯ বলে ৩৪ রান করে লিটন দাসের হাতে বন্দি হন জিল।
টেস্ট একাদশে নেই নাসির হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন। আজ টেস্ট অভিষেক হচ্ছে মোস্তাফিজুর রহমানের।
-আ/বি/আ , ডেইলি টাইমস ২৪