জেলার সংবাদ
নোয়াখালীর সুমি হত্যাকাণ্ডের আজও কোনো বিচার মেলেনি
২৪ জুলাই (ডেইলি টাইমস ২৪): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার নাজিরহাট গ্রামে গত ২০১৪ সালের ২২ আগস্ট, সুমি আক্তার (২২) নামের একটি মেয়েকে কয়েকজন দুর্বৃত্ত গনধর্ষণের পর হত্যা করেছিল।
কিন্তু আজও সুমি হত্যাকাণ্ডের ঘটনায় সুমির পরিবার কোনো সুবিচার পায়নি। সুমির বাবা একজন গরিব কৃষক এবং মা গৃহিণী।
কোম্পানিগঞ্জ থানার পুলিশ সন্দেহবশত একজনকে গ্রেফতার করলেও মূল আসামিরা এখনও পলাতক আছে বলে জানান গ্রামবাসী। সুমির পরিবার মেয়ের হত্যাকারীদের কঠিন বিচার দাবি করে।
-কা/ফা/শা, ডেইলি টাইমস ২৪