আইন ও আদালত
রাজন হত্যা: গভীর রাতে আরেকজন গ্রেপ্তার
ঢাকা, ২৫ জুলাই(ডেইলি টাইমস ২৪):
সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় অভিযুক্ত আরেকজনকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ আয়জ আলী নামক ওই ব্যক্তিকে শহরতলীর শেখপাড়া থেকে গ্রেপ্তার করে। আয়জ আলীকে গ্রেপ্তারের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের দেয়া জবানবন্দির ভিত্তিতেই আয়জ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।
ঢাকা, ২৫ জুলাই(ডেইলি টাইমস ২৪),বা/খ: