জাতীয়
যুদ্ধাপরাধের অভিযোগে আটক আব্দুল লতিফ মারা গেছেন
ঢাকা, ২৮ জুলাই(ডেইলি টাইমস ২৪):
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন মেডিসিন ওয়ার্ডে তিনি মারা যান।
হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
লতিফ তালুকদারের ছেলে মো. হৃদয় জানান, দীর্ঘ দিন থেকে তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেনএর আগে গত ২৩ জুলাই বার্ধক্যজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি হন।
গত বছরের ১১ জুন তিনি গ্রেফতার হয়েছিলেন।
ঢাকা, ২৮ জুলাই(ডেইলি টাইমস ২৪):