জাতীয়
মাওয়া সড়কে যাত্রীবাহী বাস খাদে: ৩ জনের লাশ উদ্ধার, উদ্ধার কাজ চলছে
ঢাকা, ০৭ আগস্ট (ডেইলি টাইমস ২৪): মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশত যাত্রী ছিল। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ষোলঘড় নামক এলাকার রাস্তার পাশের প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়।
স্থানীয় সূত্র জানান, দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্টেন্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে রওনা হয় আরাম পরিবহনের বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
হাসাঢ়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ মোঃ হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পানিতে ডুবে থাকায় হতাহতের সংখ্যা গননা করা যায়নি। এপর্যন্ত আহত ৬/৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট রেকারদিয়ে বাস উদ্ধারের কাজ করছে।
-আ/বি/আ , ডেইলি টাইমস ২৪