
মুজিব থেকে ব্লগার হত্যা, আঘাত আসলে ধর্মনিরপেক্ষতায়: আনন্দবাজার
ঢাকা, ১৪আগষ্ট (ডেইলি টাইমস ২৪):
‘মুজিব থেকে ব্লগার হত্যা, আঘাত আসলে ধর্মনিরপেক্ষতায়’- এই শিরোনামে ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে আজ একটি লেখা প্রকাশিত হয়েছে। লিখেছেন পত্রিকাটির নয়া দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত ঘোষাল।
পাঠকের জন্য এখানে সেটি তুলে ধরা হলো।
এই সেই ১৫ আগস্ট। ’৪৭ সালের দেশভাগের স্বাধীনতা। আর একটি ’৭৫ সালের ১৫ অগস্ট শেখ মুজিবের হত্যার দিন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বলছিলেন, ‘‘৭১ সালের মুক্তিযুদ্ধ, তারপর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রগঠনের ওই সময়টায় আমি ওয়াশিংটনে অবিভক্ত পাকিস্তানের দূতাবাসে কর্মরত। প্রতিবাদে একযোগে আমরা বহু কূটনীতিক ইস্তফা দিয়েছিলাম। তার কারণ, আমরা এক স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের পক্ষে ছিলাম। কিন্তু সেই ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই আজও থামেনি।’’ সংবিধান অনুসারে বাংলাদেশ এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু মৌলবাদী ঘাতকবাহিনী আজও সক্রিয়। তারা আজও চাইছে এই ধর্মনিরপেক্ষ শক্তিকে পরাস্ত করে উন্নয়নের রাস্তাকে কণ্টকাকীর্ণ করতে।
প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সফরসঙ্গী করে ঢাকা গিয়ে স্থলসীমান্ত চুক্তি করেছেন। শেখ মুজিবের স্বপ্ন সফল হয়েছে। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে মুজিব লড়াই করেছিলেন। বাঙালির স্বায়ত্তশাসন চেয়েছিলেন তিনি। ছ’দফা দাবি তুলেছিলেন। যার নাম হয়েছিল বাঁচার দাবিসনদ। সে দিন পাকিস্তানি শাসকশ্রেণি এই প্রস্তাবের বিরোধিতা করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। কিন্তু ১৯৬৯ সালে বঙ্গবন্ধুকে নিঃশর্তে ছেড়ে দিতে বাধ্য হন আয়ুব খান। শেষ পর্যন্ত আয়ুবকে আলোচনার টেবিলে বসতেও বাধ্য করেন মুজিব। সৈয়দ মুজতবা আলির ভাইপো দিল্লিস্থিত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার সম্প্রতি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলেছেন, আমার চাচা বাংলা থেকে কাবুল পর্যন্ত রেলপথে যাত্রা করেছিলেন। এখন আমরা সেই রেল যোগাযোগকে আবার পুনরুজ্জীবিত করার কথা বলছি। যে রেলপথ এক দিন ছিল, বিচ্ছিন্নতাবাদের শক্তি সেই রেলপথকে টুকরো করেছে। কূটনীতিক রণেন সেন বলেন, ‘‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর জঙ্গি শক্তিকে রুখতে সচেষ্ট হয়েছেন। বাংলাদেশের জমিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দিচ্ছেন না। গোটা পৃথিবী আজ এই সন্ত্রাসের হাতে পীড়িত। সর্বশক্তি দিয়ে বাংলাদেশ সরকার গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছেন। ভারতের স্বাধীনতা দিবস তাই শুধু ভারতের স্বাধীনতা নয়, বাংলাদেশের সঙ্গে বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের দিনও বটে।”
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনটিকেই মুজিবের হত্যার দিন হিসাবে ঘাতকেরা কেন বেছে নিয়েছিল তা নিয়েও ঐতিহাসিক-কূটনীতিকদের মধ্যে বহু গবেষণা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার রাজিব মিটার বলেন, বাংলাদেশের ’৭১ সালের স্বাধীনতার লড়াইতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ইন্দিরা গান্ধী এই রাষ্ট্র গঠনকে সমর্থন করেছিলেন। আর সেই কারণেই মৌলবাদী শক্তি সম্ভবত ১৫ আগস্টকে এই হত্যার দিন হিসাবে বেছে নিয়েছিল। এর মধ্যে একটা বদলার মানসিকতা লুক্কায়িত ছিল।’’
’৭১ সালে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে বাংলাদেশ গঠন নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এ ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ রাষ্ট্র গঠনের যুক্তিকে সমর্থন করে। বৃটেন ও ফ্রান্সের সহানুভূতি থাকলেও প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা থেকে তারা বিরত ছিল।
নানা সূত্রে খবর আসছে, বাংলাদেশের জমিকে ব্যবহার করে আবার জামায়াতের জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠতে চাইছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘এই শক্তির তৎপরতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এক দিকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ করার বিষয়ে প্রকাশ্য মতামত জানিয়েছে। আবার অন্য দিকে একের পর এক স্বাধীনচেতা ব্লগারকে হত্যা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এই সন্ত্রাসের শক্তিকে আমাদের সমবেত ভাবে মোকাবিলা করতে হবে।’’
আসলে ব্লগার ঘাতক বলে কিছু হয় না। শেখ মুজিব থেকে আজকের ব্লগার হত্যা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শক্তির ওপর আঘাত হানার চেষ্টা বলেই মনে করছেন দু’দেশের শীর্ষ নেতৃত্ব।
ঢাকা, ১৪আগষ্ট (ডেইলি টাইমস ২৪),বা/খ: