
রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ঢাকা, ১৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পশ্চিম শাখা।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন, মোঃ সাগর আহম্মেদ ওরফে বাহার (৩৭) ও মোঃ জাবেদ হোসেন (৩০)।
বৃহস্পতিবার রাতে দারুসসালাম থানার বিএডিসি উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনের রাস্তার ফুটপাথ থেকে তাদের গ্রেফতার করা হয়।
দারুসসালাম থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার মাদক ব্যবসায়ী সাগর শেরপুরের শ্রীবর্দী উপজেলার লক্ষী ডাংরী গ্রামের এবং জাবেদ কক্সবাজারের শাহপরী দ্বীপের বাসিন্দা।
পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেফতার সাগর ও জাবেদ টেকনাফের সীমান্তবর্তী এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা হিসাবে বিক্রি করে আসছিল।