
স্বাস্থ্য
বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক ডা. আলী হোসেন
ঢাকা, ১৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন একই হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আলী হোসেন।
তিনি বর্তমান পরিচালক ও একই বিভাগের অধ্যাপক ডা. মো. রাশিদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী এই পরিচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-১ এর উপসচিব নুরুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তাগণকে আদেশ জারির সাতদিনের মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে বলা হয়। অন্যথায় ২৩ জুন থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।