
জাতীয়
কমলাপুরে যাত্রীর ব্যাগ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
ঢাকা, ২২ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে এ সব ইয়াবা উদ্ধার করা হয় এবং আবদুল মান্নান নামে ওই যাত্রীকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, প্লাটফর্মে আব্দুল মান্নানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গের সাইড ব্যাগ তল্লাশী করা হয়। ব্যাগের ভেতর কাগজে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবা পাওয়া যায়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।