
প্রধান নির্বাচক নান্নু, ফিরলেন সুমন
ঢাকা, ২২ জুন, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব মিনহাজুল আবেদীন নান্নু। একইসঙ্গে নির্বাচক কমিটিতে ফিরেছেন টাইগার দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বুধবার বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ।
তবে টাইগারদের প্রধান নির্বাচকের আসনে যে তিনি থাকছেন না তা বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বক্তব্যে অনেকটা পরিস্কার হয়ে যায়।
পাপন বলেছিলেন, ফারুক যদি নির্বাচকের আসন নিজের ইচ্ছায় ছেড়ে দেন, তাহলে তাকে কোন ধরনের জবরদ্বস্তি করা হবে না। তার চাওয়াকেই অগ্রাধিকার দেয়া হবে।
এদিকে ফারুকের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সকলেরই প্রশ্ন ছিল কে হচ্ছেন পরবর্তী নির্বাচক?
এ পদে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার আতহার আলী খান ও মিনহাজুল আবেদিন নান্নুর। শেষ পর্যন্ত প্রধান নির্বাচক হয়ে গেলেন নান্নু।
আর হাবিবুল বাশার সুমকে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরিয়ে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হলেও তাকে ফিরিয়ে আনা হয়েছে।