
সিরিয়ায় বোমা হামলায় নিহত ৩০
ঢাকা, ২৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
সিরিয়ায় ইসলমিক স্টেটকে(আইএস) লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।
বুধবার রাকায় এ হামলা চালানো হয় বলে একটি মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীদের বরাতে বৃহস্পতিবার এ সংবাদ দিয়েছে আল জাজিরা।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্যানুযায়ী, ছয় শিশুসহ হামলায় নিহতের সংখ্যা ২৫ বেসামরিক নাগরিক।
ইসলামিক স্টেট তাবাক শহর থেকে সরকারি বাহিনীকে ৪০ কিলোমিটার পিছু হঁটতে বাধ্য করার ঠিক একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো। এ শহরে সিরিয়ার সবচেয়ে বড় বাঁধ এবং বিমানঘাঁটির অবস্থান।
মানবাধিকার সংগঠনটির তথ্যানুযায়ী, রোববার বিমানবন্দরের সাত কিলোমিটারের মধ্যে চলে আসে আইএস সদস্যরা।
সিরিয়াতে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় চার লাখ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্ট্যাফেন ডি মাস্তুরা।