
মুকুল রানাই ‘জঙ্গি’ শরীফ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ইসলাম হাদি-১ মুকুল রানা নাম নিয়ে ব্লগার হত্যায় জড়িত ছিলেন।
শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অনেক নাম থাকে। তেমনি মুকুল রানার শরীফুল ইসলাম ছাড়া আরও বেশ কয়েকটি নাম ছিল।
তিনি বলেন, ‘এসব জঙ্গিরা একেকজন, একেক জায়গায়, একেক সময়, একেক নাম ধারণ করে। তারা পুলিশের কাছে যখন যে নাম স্বীকার করে, তাই প্রকাশ করা হয়।’
এ সময় ইচ্ছাকৃতভাবে পুলিশ কোনো ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ সংঘটিত করেনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘ক্রসফায়ার আমাদের পুলিশরা করে নাই। কারণ, আমাদের মূল উদ্দেশ্য অপরাধীদের থেকে তথ্য নেয়া এবং তাদের কর্মকাণ্ড নস্যাৎ করে দেয়া। কাজেই কোনো ক্রসফায়ার আমাদের পুলিশ করেনি; বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে।’
ঈদে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানান মন্ত্রী।