
জাতীয়
চাঁদাবাজি ঠেকাতে ডিএমপির হটলাইন
ঢাকা, ২৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
রমজান ও ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশের কাছে নানা ধরণের চাঁদাবাজির অভিযোগ এসেছে। আর তাই চাঁদাবাজদের হয়রানি ঠেকাতে হটলাইন নম্বর খুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, ফোনে, প্রকাশ্যে কিংবা ইমেইলে চাঁদাবাজরা যেভাবেই হয়রানি করুক না কেন হটলাইন নম্বরগুলোতে ফোন করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য দেয়া যাবে। অভিযোগ পেয়েই তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
হটলাইন নম্বরগুলো হচ্ছে; ০২-৯৫৫৯৯৩৩, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১।
প্রঙ্গত, চাঁদাবাজদের বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, নির্বিঘ্নে ঈদ করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তায় ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজন হলে গুলি চালাবে পুলিশ সদস্যরা।