
রাজনীতি
সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক আহত লে.জে. (অব.) মাহবুব
ঢাকা, ২৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
ঠাকুরগাঁও থেকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শনিবার (২৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে প্লেনে করে তাদের ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়।