
ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে আকর্ষণীয় ফিচার!
ঢাকা, ২৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
ইনস্টাগ্রাম ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এদেশে। ছবি শেয়ারিংয়ের এই অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে আসছে নতুন কিছু ফিচার্স। ইনস্টাগ্রাম ইউজাররা এবার ভিডিও দেখতে পারবেন এই অ্যাপের নিজস্ব ‘পিকড ফর ইউ’ ভিডিও চ্যানেলে। এই সুযোগটি থাকবে নতুন ‘এক্সপ্লোর’ ট্যাবে। কিন্তু আপাতত এই সুবিধাটি শুধুই মার্কিন নাগরিকরা পাবেন। তবে ভারতীয় বা অন্যান্য ভাষাভাষিদের জন্য সুখবর হল আগামী মাস থেকেই আসছে একটি নতুন ‘ট্রান্সলেশন’ বাটন’। এই নতুন বাটন চালু হলে সহজেই অন্য ভাষাভাষিদের প্রোফাইল বায়ো বা পোস্ট ইংরেজিতে অনুবাদ করে পড়ে ফেলা যাবে। বহু ভারতীয়ই বিদেশি অভিনেত্রী এবং মডেলদের প্রোফাইল ফলো করেন। এঁরা যে সবাই ইংরেজিতে পোস্ট করেন তা নয়। অনেকেই তাঁদের নিজের ভাষায় পোস্ট করেন এবং তাঁদের প্রোফাইল বায়ো সেই ভাষাতেই লেখা। ছবি দেখলেও সেই লেখাগুলি পড়তে পারেন না ভারতীয়রা। তাই এই নতুন ফিচার চালু হলে আর ভাষার কোনও বাধা থাকবে না, আরও ইউনিভার্সাল হবে এই অ্যাপ। পৃথিবীর যে কোনও প্রান্তের, যে কোনও ভাষার মানুষের প্রোফাইল দেখা হবে সহজ। তবে হ্যাঁ, ইংরেজি ভাষাটা শুধু একটু জানতে হবে কারণ ট্রান্সলেশন হবে ইংরেজিতে।