
সিংগাইরে সাবেক ইউপি সদস্য খুন
ঢাকা, ২৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফরহাদ দেওয়ান (৬৫) নামে সাবেক ইউপি সদস্য খুন হয়েছেন।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ির পাশে ৩শ’ গজ দূরে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফরহাদ দেওয়ান (৬৫) উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের ভোরবাজার এলাকার মৃত মকসু দেওয়ানের ছেলে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ দেওয়ান রোববার তারাবির নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে তার ছেলে মহিদুর সোমবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ির পাশে ৩শ’ গজ দূরে ধানক্ষেতে বাবার লাশ দেখে পুলিশে খবর দেন।
পরে সিংগাইর থানার এসআই মানোয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।
সিংগাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।