
খেলাধুলা
মেসি মাঠে ফিরবেন আশা সুয়ারেজের
ঢাকা, ২৯ জুন, (ডেইলি টাইমস ২৪):
সম্প্রতি কোপা আমেরিকার শতবর্ষী আসরে শিরোপা বঞ্চিত হয়ে অবসরের ঘোষণা দেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।
তবে তার ঘোষণায় আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি ব্রাজিল ভক্তরাও খুব কষ্ট পেয়েছেন। বিশ্বের প্রায় সব ফুটবলার, নেতা, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, রাজনীতিবিদ সর্বোপরি ফুটবল সম্পর্কে খোঁজ রাখেন এমন সবারই দাবি মেসি তার সিদ্ধান্ত পূনর্বিবেচনা করবেন।
মেসি আবার মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তার ক্লাব সতীর্থ উরুগুইয়ান এই স্ট্রাইকার সুয়ারেজও।
সুয়ারেজ বলেন, ‘মেসি আবার মাঠে ফিরবেন। অতিরিক্ত হতাশা এবং দুঃখ থেকে তিনি খেলা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে খুব দ্রুতই তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন।’
উরুগুইয়ান এই স্ট্রাইকার আরও বলেন, ‘প্রতিপক্ষ এবং সমালোচনাকারীরা যাই বলুক, আমি তো নিজে জানি, বিশ্বের সেরা ফুটবলার মেসি।’