
জেলার সংবাদ
খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
ঢাকা, ২৯ জুন, (ডেইলি টাইমস ২৪):
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাইপা এলাকায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- এনামুল হক(৫০) ও পারভিন আক্তার(৩৫)।
বুধবার বেলা সাড়ে ১১টায় দূর্গম পাইপা এলাকার একটি লেকের পাড় থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদৎ হোসেন টিটু ঘটনাস্থল থেকে জানান, মঙ্গলবার বিকালের দিকে তারা হত্যার শিকার হতে পারে। এই দম্পতি একটি আম বাগানের দেখাভাল করতো। এখানেই তাদের বসবাস।
পুলিশ জানায়, তাদের দুই জনের মাথা, ঘাড়সহ শরীরে বিভিন্ন অংশে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।
তবে কী কারণে তারা হত্যার শিকার হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।