
জেলার সংবাদ
সৈয়দপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে
ঢাকা, ০১ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
নীলফামারীর সৈয়দপুরে ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।
শুক্রবার (০১ জুলাই) ভোরে সৈয়দপুর পৌর এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের বিকল্প ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে বালুবোঝাই ট্রাকটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ওই ব্রিজটি অতিক্রম করছিল। হঠাৎ ব্রিজ ভেঙে ট্রাকটি নিচের খালে পড়ে যায়।
ওই ট্রাকের চালক চালক মো. রবিউল ইসলাম (৫০) জানান, পঞ্চপড়ের ভজনপুর থেকে বালু নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন তিনি।