
বৃষ্টি-যানজটে ঘরমুখো মানুষের ভোগান্তি
ঢাকা, ০৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট। এতে ঈদে বাড়ি ফেরা রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর যাত্রার শুরুতেই ভোগান্তি অনেকের চোখেমুখো বিরক্তির ছাপ ফুটে উঠেছে।
এদিকে এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশনে গত দু’দিন তেমন চাপ না থাকলেও তৃতীয় দিন রোববার (০৩ জুলাই) সব স্থানেই যাত্রীদের কমবেশি চাপ রয়েছে।
রাজধানীতে রোববার সকাল ১০টা থেকে প্রগতি সরণি, নতুনবাজার, বাড্ডা লিংকরোড, রামপুরা, মৌচাক, কাকরাইল, পল্টন, গুলিস্থান, সদরঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, নিউমার্কেট এলাকায়ও যানজট লেগে আছে।
রফিকুল ইসলাম (৩২)। গ্রামের বাড়ি মাগুরা। নতুন বাজার থেকে সকাল সাড়ে নয়টায় বৈশাখী পরিবহনে উঠেছেন গাবতলীর উদ্দেশ্যে। কিন্তু আধাঘণ্টা পেরিয়ে গেলেও একই স্থানেই পড়ে আছেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে তিনি বলেন, সরকারি ছুটি বেশি হওয়ায় এবার ভেবেছিলাম শেষের দিকে জ্যাম একটু কম হবে। তাই নির্বিঘ্নে বাড়ি যাওয়া যাবে। কিন্তু এখন দেখছি সেটা ভুল। সকাল সকাল বাসা থেকে বের হয়েছি যেন দ্রুত বাড়ি গিয়ে পৌঁছাতে পারি।
বেলা সাড়ে বারোটা। শাহবাগ মোড়ে প্রায় ঘণ্টা ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। এর মধ্যে অধিকাংশ গাড়ির যাত্রী প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন।
শাহবাগ মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় বসে আছেন হাফিজ (৪৩)। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তিনি। গ্রামের বাড়ি রাজবাড়ী। তিনি বলেন, প্রায় ঘণ্টা দেড়েক হলো শাহবাগে জ্যামে পড়ে আছি। গত দু’দিন এতো জ্যাম ছিলো না, কিন্তু আজ অনেক জ্যাম। এবার ভেবেছিলাম ঈদে একটু ভালোভাবে বাড়িতে যেতে পারবো।
পান্থপথ মোড়ে যানজটে আটকা পড়ে আছে উইনার পরিবহনের গাড়ি। কথা হয় চালক কাশেমের (৩৮) সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, একদিকে যেমন জ্যাম অন্যদিকে আবার যাত্রী কম। আর যে যাত্রী আছে তাও জ্যামে নেমে যায়। ফলে অধিকাংশ যাত্রী ভাড়া না দিয়ে চলে যায় বলে তার অভিযোগ।
ফার্মগেট মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, জ্যাম নতুন কিছু নয়। গত দু’দিনের চেয়ে আজ জ্যাম বেশি। তবে আমরা সবসময় যেভাবে চেষ্টা করি জ্যাম নিয়ন্ত্রণ করার ঠিক সেভাবেই কাজ করে যাচ্ছি। আর ঈদের সময় একটু জ্যাম বেশি হবে এটাই স্বাভাবিক।