রাজনীতি

বিএনপির আলোচনার প্রস্তাব ‘কথার কথা’

ঢাকা, ০৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব ‘কথার কথা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, বিএনপি আলোচনার কথা বলছে ঠিকই। কিন্তু বিএনপি নেত্রী বিবৃতিতে জঙ্গিদের নিন্দার চেয়েও বেশি নিন্দা করেছে সরকারের। যেখানে তারা অভিযুক্ত করছে সরকারকে, কিন্তু সরকারতো জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাই বিএনপির আলোচনার প্রস্তাব ‘কথার কথা’।

তাহলে দেশের রাজনীতিতে ব্লেমগেম হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি তো কোন ব্লেমগেম করছে না। তারা এক একটা ঘটনা ঘটার পরে পল্টনের কার্যালয়ে বসে অন্য কোনো কাজ না করে সরকারকে দোষারোপ করছেন এবং সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা করছেন।

১৪ দলের মুখপাত্র গুলশানের ঘটনায় শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার কারণ খুঁজে পেতে গিয়ে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর এ পর্যন্ত গুপ্তহত্যার ঘটনায় যারা আটক হয়েছে তাদের জবানবন্দীতে জানা গেছে, তারা কোনো না কোনো সময় জামায়াত এবং শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

মেনন বলেন, আমরা এটা বলতে পারি জামায়াত-শিবির বিশাল অংকের অর্থ ব্যয় করে এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাই এ ধরণের কর্মকাণ্ডে তাদের (জামায়াত-শিবির) সহমর্মিতা নয় সহযোগিতাও করছে। যখন কোনো দল মরিয়াভাবে সরকার বিরোধী কর্মকাণ্ড করে তখন দেশে এ ধরণের কর্মকাণ্ড হয়। মীর কাশেম আলীর রায় কার্যকর অপেক্ষমাণ তখন এ ধরণের কর্মকাণ্ড হচ্ছে বলে আমি মনে করি।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে- ‘দেশে বিভিন্ন সন্ত্রাসী হামলার পর সরকার সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। তাই উস্কানি হিসাবে আইএস এ ঘটনা ঘটাচ্ছে।’ এমন সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসী হামলাকে আন্তর্জাতিক করণের প্রচেষ্টা বহুদিন ধরে চলছে। এখনও তা চলছে। কিন্তু আমি মনে করি এ ধরণের ঘটনায় আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন নামে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো জন্ম নিয়েছে তাদেরই কাজ এটা। আমি আমার সংসদীয় বক্তব্যেও বলেছি বাংলাদেশে আইএস নাই। কিন্তু আইএসের চিন্তার অনুগামী বহুলোক এ দেশে থাকতে পারে এবং আছে।

জাতীয় ঐক্যের বিষয়ে ওয়ার্কার্স পার্টির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আন্দোলনে গণতান্ত্রিক প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে এ সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেই ওয়ার্কাস পার্টির কাজ।

মেনন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতি হিসেবে আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে এবং এ ব্যাপারে সকলকে সচেতনভাবে ও ঐক্যবন্ধভাবে মোকাবেলা করতে হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button