আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ঘোড়ার মূর্তির মধ্য থেকে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার

ঢাকা, ০৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

নিউজিল্যান্ডের পুলিশ রোববার জানিয়েছে, তারা একটি বড় ঘোড়ার মাথার মূর্তির মধ্যে লুকানো রেকর্ড পরিমাণ কোকেন উদ্ধার করেছে। চালানটি মেক্সিকে থেকে আসে। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ কোটি মার্কিন ডলার।

সংঘবদ্ধ অপরাধ ইউনিটের গায়েন্দা সুপারিন্টেন্ডেন্ট ভার্জিনিয়া লি বাস বলেন, তারা এই চালানটি কোথায় যাচ্ছিল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে।

৩৫ কিলোগ্রাম চালানটি আকাশপথে মেক্সিকো থেকে অকল্যান্ডে আনা হয়। অকল্যান্ডে মে মাসে এই রত্নখচিত ঘোড়ার মাথার মূর্তিটি সনাক্ত করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button