
কেশবপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
ঢাকা, ০৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যশোরের কেশবপুর উপজেলায় বিল্লাল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (০৩ জুলাই) সকালে উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিল্লাল একই গ্রামের রেজওয়ান সরদারের ছেলে। সে হাসানপুর
মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ মাসুদুর রহমান
বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন ভান্ডারখোলার একটি মাঠে বিল্লালের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তবে, কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
নিহত বিল্লালের বাবা রেজওয়ান বাংলানিউজকে বলেন, অভাবের
সংসারে বিল্লাল লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে রোজগার করতো।
শনিবার সে তার সহপাঠী ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রানার ফোন পেয়ে ভান্ডাখোলা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সকালে তার গলা কাটা মৃতদেহ দেখতে হলো।
তিনি আরো বলেন, আমার ছেলে খুবই মেধাবী ছিল। অনেক
স্বপ্ন ছিলো ছেলেকে নিয়ে। সব শেষ হয়ে গেল।