
ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল শুরু
ঢাকা, ০৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন আজ রোববার থেকে চলাচল শুরু হয়েছে। ঈদের আগে ৩ থেকে ৫ জুলাই এবং ঈদের পরে ৮ থেকে ১৪ জুলাই এই বিশেষ ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান, বিশেষ ট্রেনগুলো সংশ্লিষ্ট স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে সময় মত ছেড়ে গেছে। তিনি জানান, অন্যান্য ট্রেনগুলোও যথারীতি চলাচল করছে।
তিনি বলেন, দু’একটি আন্তঃনগর ট্রেন ছাড়া সকল আন্তঃনগর ট্রেন সময়মত চলছে। সকল ট্রেনগুলো যাতে নির্ধারিত সময়মত চলাচল করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
যে সকল রুটে বিশেষ ট্রেন চলাচল করবে সেগুলো হচ্ছে- পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল, খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা স্পেশাল, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল-১, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল-২।
পবিত্র ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে সোলাকিয়া স্পেশাল-১ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২ ট্রেন চলাচল করবে।