
গুলশানে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর
ঢাকা, ০৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল দশটায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় মঞ্চে নিহত তিন বাংলাদেশির কফিন রাখা ছিল। এর মধ্যে দুটি কফিনে বাংলাদেশের পতাকায় মোড়ানো ও দ্বৈত নাগরিক অবিন্তা কবীরের কফিনটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো ছিল।
শ্রদ্ধা জানানোর সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট, ইতালি ও জাপানের রাষ্ট্রদূত।
এছাড়াও নিহতদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদেরকে সমবেদনা জানান। এ সময় স্বজনদের অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই ভারতের হাইকমিশনার, ইতালি, জাপান, ও রাষ্ট্রদূত শ্রদ্ধা জানান। এরপরে বাংলাদেশি নিহতদের স্বজন ও নিহত পুলিশ পরিবারের স্বজনের শ্রদ্ধা নিদেবন করেন। এরপর অন্যান্য দূতাবাসের প্রতিনিটি, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগনের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন চলে বেলা ১২টা পর্যন্ত। এর পর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
শুক্রবার জঙ্গিদের হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হয়। ইসলামিক স্টেট এ হত্যার দায় স্বীকার করেছে।
এদিকে গুলশানে জঙ্গি হামলার নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছ বাংলাদেশ। গতকাল রবিবার ভোর থেকে ঢাকাসহ সারা দেশের অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক পালন শুরু হয়। আজও শোকপালন করছে জাতি।