
অর্থ ও বাণিজ্য
বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর কথা ভাবছে বিদেশিরা
ঢাকা, ০৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ঢাকায় গত শুক্রবারের ভয়াবহ জঙ্গি হামলার পর বিদেশি পোশাক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করছে।
জাপানের পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো বলছে তারা অতি জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশে সব ধরণের বাণিজ্যিক সফর বাতিল করছে।
সুইডেনের এইচএন্ডএমসহ অন্য যেসব খ্যাতনামা বিদেশি পোশাক প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা রয়েছে, তারাও বলছে তারা বাংলাদেশ থেকে নিরাপদ কোনো দেশে কার্যক্রম সরিয়ে নেবার আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।
তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ ২৬ বিলিয়ন ডলার আয় করে থাকে।
বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় তৈরি পোশাক নির্মাতা দেশগুলোর একটি।
এদেশের শতকরা আশি ভাগ রপ্তানি আয়ই আসে তৈরি পোশাক খাত থেকে।
প্রায় চল্লিশ লাখের মত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাতটি।
সূত্র: বিবিসি