বিজ্ঞান ও প্রযুক্তি

বৃহস্পতি ছুঁয়েছে নাসার মহাকাশযান ‘জুনো’

ঢাকা, ০৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষে প্রবেশ করেছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার মহাকাশযান ‘জুনো’। নাসা জানিয়েছে, সোমবার ৪ জুলাই টানা পাঁচবছর মহাকাশের বিস্তর পথ অতিক্রম শেষে মঙ্গলবার বৃহস্পতির কক্ষ ছুঁয়েছে মহাকাশযানটি ৷
আগামী একবছর ধরে বৃহস্পতির কক্ষপথের মাপ নেবে ‘জুনো’। বিভিন্ন প্রকারের বিবর্তন ও পরিবেশের বিকিরণসহ বেশকিছু বিজ্ঞানসংক্রান্ত গবেষণা চালাবে এই মহাকাশযান৷ বৃহস্পতিতে জলের উপস্থিতি নিয়েও খোঁজ চালানোর কথা রয়েছে জুনোর৷ আগামী একবছরের জন্য বৃহস্পতি গ্রহে অভিযানে গেলেও প্রয়োজনে জুনোর অবস্থানের সময়সীমা আরও এক বছর বাড়তে পারে। তবে তারপরে আর সময়সীমা বাড়ানো হবে না বলেই জানিয়েছে নাসা৷ বৃহস্পতির প্রাকৃতিক পরিবেশের সার্বক্ষণিক ঘটে চলা বিবর্তণকেই এর কারণ বলেছেন তারা৷
নাসা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌরজগতের ৫৪০ মিলিয়ন মাইল অঞ্চলের ভেতর থেকে পাওয়া সিগন্যাল থেকে তারা জুনোর বৃহস্পতিতে প্রবেশের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার নাসার এক ল্যাবরেটরির স্ক্রিনে ভেসে আসে সেই আনন্দের খরব, ‘বৃহস্পতিতে স্বাগত’। এই খবর পেয়ে উল্লাস করতে থাকেন নাসার জুনো টিমের সদস্যরা। একজন মন্তব্য করেন, ‘সত্যিই এটি বিষ্ময়কর’।

Show More

আরো সংবাদ...

Back to top button