
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, বৃষ্টিতে ভোগান্তি
ঢাকা, ০৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও এর আশপাশ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রাতে ও সকালে বৃষ্টি হওয়ায় দুর্ভোগের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরসহ আশপাশের এলাকার শিল্প কারখানা ছুটি হওয়ায় ঘুরমুখো মানুষের চাপ সোমবার বিকেল থেকে বৃদ্ধি পেয়েছে। এতে গাড়ির চাপও বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল থেকে চন্দ্রা থেকে গাজীপুর শহরের দিকে পল্লীবিদ্যুৎ বাজার, সফিপুর বাজার, মৌচাক, কোনাবাড়ি ও ভোগড়া বাইপাস এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব মিয়া জানান, রাত ২টার দিকে মির্জাপুরের পরে টাঙ্গাইল সদরের সীমান্তে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে যানজট দেখা দেয়। এর প্রভাবে গাজীপুর পর্যন্ত যানজট লেগে যায়। গাড়ি দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে গাড়ি ধীরগতিতে চলছে।